আপনার NID Card দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা দেখে নিন - Sim Registration Check With NID

আসসালামুআলাইকুম বন্ধুরা আপনার ভোটার আইডি কার্ড বা আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এবং কোন কোন সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। এই ব্লগের ভিতর আমি একটা সিস্টেম আপনাদের দেখিয়ে দিব যার মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে এই পর্যন্ত কতটি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এবং সেই সিমগুলোর নাম্বার কি, আপনি চাইলে এটা বের করার পর যে কোন সিম পুনরায় বন্ধ করে দিতে পারবেন এবং নতুন কোন সিম রেজিস্ট্রেশন করতে পারেন। আপনার এনআইডিতে যদি জায়গা ফাঁকা থাকে তাহলে নতুন সিম কিনতে পারবেন আর যদি ফাকা না থাকে তাহলে তো পারবেন না।এগুলোর আগে অবশ্যই আমাদের চেক করতে হবে যে এই ভোটার আইডি কার্ড দিয়ে আসলে কোন কোন সিম রেজিস্ট্রেশন করা আছে এবং কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে তো বেশি কথা না বলে চলুন সরাসরি এই বিষয়টা দেখে নেই।
যার জন্য আমাদের এটা চেক করার প্রয়োজন পড়ে থাকে যে কিভাবে আমরা দেখব আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা এবং কোন কোন কোম্পানির সিম রেজিস্ট্রেশন করা, পাশাপাশি সেই সিমের নাম্বার গুলো কি অনেক সময় আমরা সিম কিনে থাকি হঠাৎ করে সিমটা হারিয়ে যায় কিংবা সিমটা অন্য কেউ নিয়ে নেয় এরপর দেখা গেল আমরা আরো দুই একটা সিম কিনছি তারপরে আমাদের সিম কেনার লিমিট টা শেষ হয়ে গেছে, এবার আমাদের কি করতে হবে যেকোন একটা সিম বন্ধ করতে হবে তারপরে নতুন একটা সিম ওই ভোটার আইডি কার্ড দিয়ে আমরা কিনতে পরবো, সে ক্ষেত্রে অবশ্যই আমাদের এটা চেক করা প্রয়োজন পড়ে থাকে যে কোন কোন সিম আমরা আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছি সিমের নাম্বার গুলো যদি দেখতে পারি তারপরে অফিসে গিয়ে যে কোন একটা সিম কিন্তু বন্ধ করে দিয়ে পুনরায় ভোটার আইডি কার্ড দিয়ে নতুন সিম কিনতে পারব। আপনাকে একটা কোড ডায়াল করে তারপর এটা বের করতে হবে। আপনি সরাসরি ওই ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা যেকোন একটা সিম থেকে ডায়াল পেডে চলে যাবেন। যাওয়ার পরে আপনি
এখানে টাইপ করবেন *16001# টাইপ করে আপনি আপনার ওই সিম দিয়ে ডায়াল করে দিবেন।
আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার যে ভোটার আইডি কার্ডের ইনফর্মেশন বের করতে চাচ্ছেন ওই ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারের একদম শেষে লাস্ট ফোর ডিজিট এখানে দিতে হবে। ভোটার আইডি কার্ডের একদম শেষের ৪ সংখ্যা এখানে দিয়ে সেন্ড এ ক্লিক করবেন।
↑তারপর দেখতে পাবেন অটোমেটিকলি সাথে সাথে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে এবং এই মেসেজ এর ভিতর আপনি দেখতে পারবেন আপনার কতটা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এই ভোটার আইডি কার্ড দিয়ে এবং কোন কোন সিম রেজিস্ট্রেশন করা রয়েছে এবং কোন কোন কোম্পানির সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। Start Here

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.